রাজধানীর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম। এর আগে রোববার (১৮ এপ্রিল) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার শক্তিমান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
আরো পড়ুনঃ বাদ জোহর বনানী কবরস্থানে শায়িত হবেন কবরী
ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল ইত্যাদি।
চস/স


