চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাসপাতালের জিএম মো. সেলিম।
জানা গেছে, ডা. শোকরানা চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ছিলেন।
আরো পড়ুন: যেসব শর্ত মানতে হবে ঈদের জামাতে
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএমএ চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পরিবার।
চস/স