spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাতে নেওয়া হবে হাসপাতালে

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে হাসপাতালে নেওয়া হবে।

তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

তিনি জানান, সেখানে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হবে।

ইতোমধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে যাতায়াতে নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।

এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল করোনা পজিটিভ আসে।

আরো পড়ুন: ময়নাতদন্তের পর মুনিয়ার মরদেহ কুমিল্লার পথে

পরদিন বিকালে জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় যে, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss