spot_img

১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে করোনায় আরও ৪ হাজার ৭৭ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার (১৬ মে) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। দেশটিতে কভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। মোট সুস্থতার সংখ্যা ২ কোটি পেরিয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৮ হাজার ৪৫৮ জন।

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ১৪৯

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লক্ষ ৩২ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ১৪৩ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss