spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্থগিত করা হয়েছে ৪২তম বিসিএসের ভাইভা

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্প সময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মে এক বিজ্ঞপ্তিতে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা আগামী ২৩ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলার কথা ছিল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss