চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন একমাস ২১ দিন পর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। সবগুলো মামলায় জামিন লাভের পর বুধবার (১৯ মে) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ মামলায় আদালত থেকে জামিন লাভের পর ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। এক মামলায় চট্টগ্রামের আদালত থেকে ও বাকি ২ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।
গত ২৯ মার্চ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
চস/স