spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৫৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে করোনায় চিকিৎসক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। রাজ্যগুলো হলো বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড।

আইএমডি’র প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ১০৭ জন চিকিৎসকের মৃত্যু নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিহার। রাজ্যটিতে ৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ৬৭ জন, রাজস্থানে ৪৩ জন এবং ঝাড়খণ্ডে ৩৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এদিকে বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৫ হাজারের বেশি।

আরো পড়ুন: করোনা: ভারতে ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত ১২৭৫১০, মৃত্যু ২৭৯৫

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনে মৃতের সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জনে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss