spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যেভাবে দেখবেন কোপা আমেরিকার খেলা

বহুল কাঙ্ক্ষিত কোপা আমেরিকা শুরু হচ্ছে রাতে। বাংলাদেশ সময় রোববার (১৪জুন) দিবাগত রাত তিনটায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনুজুয়েলা। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে পৃথিবীর প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের।

যেখানে খেলবেন লিওনেল মেসি-নেইমারদের মতো তারকা ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্ট নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। বাংলাদেশে যেন সেটা আরেকটু বেশি। কিন্তু এবারের কোপা আমেরিকা দেখা যাবে কোথায়?

এমন প্রশ্ন আছে অনেকের মনেই। দক্ষিণ এশিয়ার জন্য এবারের কোপার স্বত্ত্ব কিনেছে সনি পিকচার্স নেটওয়ার্ক। সনি টেন টুতে দেখা যাবে এবারের কোপা আমেরিকা। এছাড়াও বাংলা ধারাভাষ্য পাওয়া যাবে সনি সিক্স এসডি ও এইচডি চ্যানেলে।

কেউ যদি অনলাইনে দেখতে চান? তাহলে এটি দেখা যাবে সনি লিভ অ্যাপ ও সনি লিভ.কমে। এছাড়াও বাংলাদেশের টফি, এইচডিস্ট্রিমজের মতো অ্যাপগুলোতে দেখা যাবে এবারের কোপা আমেরিকা। ব্রাজিল ম্যাচ দিয়ে রোববার কোপা আমেরিকা শুরু হবে। আর্জেন্টিনা মাঠে নামবে এর পরের দিন, চিলির বিপক্ষে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss