spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফগানিস্তানের গজনী এখন তালেবানের দখলে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আফগান শহর গজনী দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। এর মাধ্যমে দশম আফগান প্রাদেশিক শহর দখল করল তালেবান। বৃহস্পতিবার (১২ আগস্ট) জ্যেষ্ঠ একজন আফগান আইনপ্রণেতা এবং বিদ্রোহী গোষ্ঠীটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থা জানায়, এই সড়কটি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সঙ্গে কাবুলকে যুক্ত করেছে।

গজনীর প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফাকিরি এএফপি’কে জানিয়েছেন,‘তালেবান গজনী শহরের প্রধান প্রধান এলাকা ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দপ্তর এবং কারাগার।’

আরও পড়ুন:- রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, জীবিত উদ্ধার ৯

তিনি আরও বলেন, শহরের বেশ কিছু অংশে এখনও লড়াই চললেও প্রাদেশিক রাজধানী গজনী এখন কার্যত তালেবানের হাতেই। এদিকে গজনী শহর দখলের কথা নিশ্চিত করেছে তালেবান গোষ্ঠীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তালেবানের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, বুধবার তালেবান উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ নিজেদের দখলে নিয়েছে। আর বৃহস্পতিবার সকালে দখল করল আরেক প্রাদেশিক রাজধানী গজনী। তালেবান এ নিয়ে গত সাত দিনে ১০টি প্রাদেশিক রাজধানী দখল করল।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss