spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৩ হাজার ৪৯২ কোটি টাকার ঋণে বার্সেলোনা

অভাবনীয় আর্থিক সমস্যার সম্মুখীন বার্সেলোনা। করোনাকালে ঋণের দায়ে জর্জরিত ক্লাব ইতিমধ্যেই অর্থের অভাবে লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে। তারপরেও মেটেনি সমস্যা।

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বার্সার আর্থিক দুরাবস্থা তুলে ধরেছেন। তিনি জানান, ক্লাবের দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৪৯২ কোটি টাকা।

ক্লাবের বাজে অবস্থার জন্য লাপোর্তা এর আগে অনেকবারই দোষ চাপিয়েছেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের কাঁধে। কদিন আগে বিশাল এক চিঠিতে লাপোর্তার সব অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন বার্তোমেউ। দায়ী করেছিলেন লাপোর্তার বোর্ডকে।

তাই পাল্টা সংবাদ সম্মেলনে ক্লাবের আর্থিক অবস্থার কথা তুলে ধরেছেন লাপোর্তা। তিনি বলেন, মোট আয়ের ১০৩ শতাংশ বেতন দিতে হচ্ছে খেলোয়াড়দের। আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এটা ২০-২৫ শতাংশ বেশি। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে। খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না বলে উল্লেখ করেন লাপোর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss