spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

উত্তর আমেরিকার ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ হাজার ৯শ ১৫ জন। বেঁচে যাওয়া লোকজন খাবার, আশ্রয় এবং চিকিৎসা সংকটে ভুগছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৪ আগস্ট) সকালে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। প্রাথমিক কয়েকজনের মৃত্যু ও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে অল্প সময়ের ব্যবধানে সব হিসেব পাল্টে যায়। দ্রুতই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা, সে সঙ্গে নিখোঁজও।

আরো পড়ুন: হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে

ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জনগণকে সংহতি দেখানোর আহ্বান জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss