ভারতে টানা দ্বিতীয় দিন বেড়েছে করোনায় দৈনিক সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জন। -আনন্দবাজার
ভারতের দৈনিক সংক্রমণের প্রায় তিনভাগের দু’ভাগই কেরালায়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
আক্রান্তের হিসাবে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১,৬০১), তামিলনাড়ু (১,৫৭৩), কর্নাটক (১,২২৪), ওড়িশা (৮৮৭), মিজোরাম (৭৯৪), পশ্চিমবঙ্গ (৭০৮) এবং আসাম (৬৮৯)। বাকি রাজ্যগুলোতে ৫০০-র নীচে রয়েছে দৈনিক সংক্রমণ।
আক্রান্ত বৃদ্ধির সঙ্গে দেশটিতে বেড়েছে দৈনিক মৃত্যু এবং সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ৩৯৮। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭২৫ জন।
চস/স


