চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও শনাক্তের সংখ্যা কমেছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৮ জনে ও শনাক্ত ৯৮ হাজার ৭২৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাবে ১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ১৮৭ জনের ফলাফল পজিটিভ আসে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৭ জন করোনা রোগীর মধ্যে ১১৪ জন নগরের আর ৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এক দিনে ১৩ উপজেলায় শনাক্ত হয়েছে ৭৩ জন। তার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে লোহাগাড়া উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে মোট শনাক্ত ৯৮ হাজার ৭২৪ জন রোগীর মধ্যে ৭১ হাজার ৮৬৯ জন নগরের আর ২৬ হাজার ৮৮৫ জন উপজেলার বাসিন্দা। আর মারা যাওয়া ১ হাজার ২০৮ জনে রমধ্যে ৬৮২ জন নগরের আর ৫২৯ জন উপজেলার বাসিন্দা।
চস/স


