spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মারা গেছেন প্রখ্যাত নিউরোসার্জন এলএ কাদেরী

প্রখ্যাত নিউরোসার্জন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. এলএ কাদেরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।

আরও জানা যায়, আজ (রবিবার) বাদ আছর চমেক কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এলএ কাদেরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল (সোমবার) সকাল ১১টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের মাঠে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে হাটহাজারীস্থ গ্রামে আরও একটি নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

ডা. এলএ কাদেরী চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ সোসাইটি অব সার্জন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, সিনিয়র ডক্টরস ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম শিশু হাসপাতালের সহ-সভাপতি ছিলেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss