spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্টের বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজের বৈঠক হয়েছে রোববার (২৯ আগস্ট)। চলতি বছর জুন মাসে ইসরায়েলে নতুন সরকার গঠনের পর উচ্চ পর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক। ফিলিস্তিনের সূত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো। পরে এক টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, ফিলিস্তিনের অংশে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।

আরও পড়ুন:- মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৯ জন নিহত

আব্বাস ফাতেহ সেন্ট্রাল কমিটির সদস্য ও ফিলিস্তিনের বেসামরিকবিষয়ক কর্তৃপক্ষের প্রধান হুসাইন আল শেইখ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলের সর্ম্পক উন্নয়নে সব ধরনের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি সীমান্তে ইসরায়েলের আধিপত্য বিস্তারের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাদের ওপর হামলা চালায়। এর আগেও বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। ফলে সীমান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss