চট্টগ্রাম মহানগর হালিশহর থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ ২ দুইজনকে আটক করেছেন।
২৯ আগষ্ট রবিবার ভোর অনুমান সাড়ে চার ঘটিকা হতে সকাল ৮ টার মধ্যবর্তী সময়ে তাদের আটক করা হয়। টককৃতরা হলেন অনিক (২২) এবং জীবন (২২) ।
পুলিশ সুত্রে জানা যায়, হালিশহর থানা পুলিশ একই থানাধীন এলাকার বাসিন্দা মোঃ তাজুল ইসলাম একটি এজাহার দায়ের করেন । এজাহার সূত্রে, এসআই শাহেদ আলম অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত উক্ত দুজনকে আটক করেন।
আটককৃত আসামীদের কাছ থেকে চোরাই যাওয়া ১ টি শাওমি মোবাইল ও ২ টি তোশিবা ল্যাপটপ উদ্ধার করেন। জানা গেছে এক্সস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করিয়া ৪টি মোবাইল ফোন, নগদ ৫৪ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি করিয়া নিয়ে যায় আটককৃতরা।
হালিশহর থানার অফিসার ইনচার্জ আমার সময়কে জানান আটককৃতদেরকে রজু হওয়া মামলায় আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
চস/আজহার


