spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাড়ে ৭ লাখ টাকার সিগারেট জব্দ শাহ আমানত বিমানবন্দরে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এনএসআই বিমানবন্দর টিম এসব সিগারেট জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

আরও পড়ুন:-করোনা: চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা। উদ্ধার করা সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss