নগরের সদরঘাট থানায় দায়েরকৃত মাদক মামলায় মো. রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের ৫ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো.রুবেল হোসেন সদরঘাট থানার নজু ফকিরের গলির মনা সওদাগর বাড়ির মো.আলমগীর হোসেনের ছেলে। এই মামলায় আলমগীর (৬০) নামে আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৬ সেপ্টম্বর পশ্চিম মাদারবাড়ী ফারুক বেকারী গলির সিরাজ সাহেবের সেমিপাকা ঘরের ভাড়াটিয়া মো.রুবেল হোসেনকে পাঁচশ পুরিয়া হেরোইন ও একটি ফুয়েল পেপারের বক্সসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদরঘাট থানার উপপরির্দশক (এসআই) মহিউদ্দিন রতন মাদক আইনে মামলা করেন।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সদরঘাট থানার মাদক মামলায় আসামি মো.রুবেল হোসেনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে মো.আলমগীর নামে এক আসামিকে নামে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় রুবেল ও আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। আদালত রুবেল হোসেনকে কারাগারে পাঠান ও আলমগীরকে মুক্তি দেন।
মামলা পরিচালনায় মহানগর পাবলিক প্রসিকিউটরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সাব্বির আহম্মদ শাকিল ও মো.সাহাব উদ্দিন।
চস/আজহার


