spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৫৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের দেহে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার চট্টগ্রামে ১৪০ জন করে করোনা শনাক্ত হয়েছিল। যা গত এক মাসে সর্বনিম্ন শনাক্ত ছিল।

জানা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ২৪১ জনের। এর মধ্যে ৬৯৫ জন নগরের এবং ৫৪৬ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৯২৫জন। এর মধ্যে ৭২ হাজার ৫৯০ জন নগরীর এবং ২৭ হাজার ৩৩৫ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৮টি পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬, চমেক ল্যাবে ১৯ এবং সিভাসু ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৬৮টি নমুনা পরীক্ষায় ছয় জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ৩৯৬টি নমুনা পরীক্ষায় ৫, মা ও শিশু হাসপাতালে ৫০টি নমুনা পরীক্ষায় ৩, ইপিক হেলথ কেয়ারে ৭২টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ল্যাবএইডে দুটি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss