spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৌলভীবাজারে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় বরযাত্রীগামী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাসস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি।

তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।

আরো পড়ুন: সামিয়া রহমানের পদাবনতি কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল

আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া পুলিশের কর্মকর্তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss