spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে মিয়ানমার’

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার।’

তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এ তিন দেশ মিলে একটি কমিটি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে মিয়ানমার বলেছে, সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে তারা। চীনও এতে সম্মত হয়েছে। যেটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। বৈঠকে মিয়ানমার জানিয়েছে যে তারা এখন রোহিঙ্গাদের যে ফরম দেয়, তাতে ভুল রয়েছে।’

বুধবার (২ অক্টোবর) রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘যুবকদের মৌলবাদ ও উগ্রবাদ থেকে দূরে রাখা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বন্যা থেকে বিহারের পাটনাসহ আরও ১২ জেলা রক্ষার জন্য ফারাক্কা বাঁধের ১১৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নরমাল সময়ে এমনটা হয়ই। তবে ইচ্ছা করে বাংলাদেশকে অসুবিধায় ফেলার জন্য নিশ্চয় ভারত বাঁধ খুলে দেয়নি। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি অভিন্ন পানি বন্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আশা করি, প্রধানমন্ত্রীর এ ভারত সফরে পানি বন্টন নিয়ে দুই দেশ যে ফ্রেম ওয়ার্ক করেছে, তারই একটি রাজনৈতিক ফ্লেভার পাওয়া যাবে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss