spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মুহিবুল্লাহ হত্যা: আরও ৩ রোহিঙ্গার রিমান্ড

শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আরও তিন রোহিঙ্গার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) এবং ৫ নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।

আজ বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

এর আগে মুহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র গ্রেপ্তার তিন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। এ নিয়ে পৃথকভাবে একই মামলার মোট পাঁচ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এই তিন রোহিঙ্গাকে ক্যাম্প থেকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। আদালত গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে গ্রেপ্তার দুই রোহিঙ্গা মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে ঢোকার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। কার্যালয় থেকে ৩০ ফুট দূরে ছিল মুহিবুল্লাহর ঘর। পরের দিন রাত ১১টায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss