spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নগরীর দুইটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবে জেএমসেন হল পূজামণ্ডপ ও রাজাপুকুর লেইন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি মহানগরী পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বর্তমান সময় পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট। উৎসবমুখর পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবাই আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবে এটাই আমরা চাই।

পুলিশ কমিশনার আরও বলেন, সবাইকে আহ্বান করব গুজবে কান দেবেন না। কোনো কিছু নজরে এলে পুলিশের কাছে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রতিমা বিসর্জনের সময়ও পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগরীর পূজা কমিটির নেতৃবৃন্দ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss