spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ১৩

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৩ জন। করোনা শনাক্তের হার ১.০২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। গত সোমবার (১৮ অক্টোবর) ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৮ জনই নগরের বাসিন্দা। আর বোয়ালখালীতে ১ জন ও হাটহাজারী উপজেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯১১ জন, বাকি ২৮ হাজার ২১৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৫ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss