ধীরে সুস্থে শুরু করার পর সাকিব আল হাসান মাত্রই হাত খুলতে শুরু করেছিলেন। চলে এসেছিলেন ফিফটির কাছেও। তবে অর্ধশতক আর পাওয়া হলো না সময়ের সেরা এই অলরাউন্ডারের। ৪৬ রানে আসাদ ভালার বলে চার্লস আমিনিকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
সাকিব আল হাসানের ক্যাচ যেভাবে ধরলেন চার্লস আমিনি, তাকে রীতিমত বিস্ময়কর বলাই স্রেয়। আসাদ ভালার বল লং অনে তুলে খেললেন সাকিব। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে আমিনি যেভাবে ক্যাচটি লুফে নিলেন, তা রীতিমত বিস্ময়কর। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হলেন সাকিব। ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে।
চস/আজহার