spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় লুৎফর হোসেন মুক্তার (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর হোসেন মুক্তার ঈশ্বরদীর সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

প্রতিবেশীরা জানান, নামাজ পড়ার জন্য লুৎফর হোসেন চররূপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে চলাচলকারী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ভোরে পথচারী না থাকায় ঘাতক গাড়িটি কেউ না দেখলেও নিহতের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss