শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। সুপার টুয়েলভের এই লড়াইয়ে টসভাগ্য বাংলাদেশের সহায় হয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আবুধাবিতে বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাসকে। লিটন তো প্রথম ওভারেরই শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান।
কিন্তু সেই শুরুটা বেশিদূর এগোতে পারেনি। মঈন আলির করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ হন লিটন (৮ বলে ৯)। পরের বলে ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে মিডঅনে বল তুলে দেন নাইমও (৭ বলে ৫)। এরপর মুশফিক আর সাকিব একটু ধরে খেলার চেষ্টা করেছে। কিন্তু ৫ ওভার ২ বলে ক্রিস ওকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনিও। ৬ বলে ৪ রান করেছেন সাকিব।
২৬ রানে নেই ৩ উইকেট। শুরুতেই বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ।
তৃতীয় উইকেট জুটিতে টাইগারদের এগিয়ে নিচ্ছেন এই যুগল। কিন্তু সেটাও বেশিক্ষণ রইলো না। ৩০ বলে ২৯ রান করে মুশফিকও ফিরে গেলেন সাজঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার ২বলে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। আফিফ ও মাহমুদউল্লাহ রয়েছেন ব্যাটিংয়ে।
সুপার টুয়েলভের এই লড়াইয়ে টসভাগ্য বাংলাদেশের সহায় হয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চস/আজহার