চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী মঙ্গলবার বন্ধের দিনও ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী।
তিনি জানান, চবির ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বন্ধের দিনও চলাচল করবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলবে।
উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া চবির (২০২০-২১) সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
চস/স


