spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৩০ বছরের কম বয়সীদের মডার্নার টিকা প্রদানে ফ্রান্সের আপত্তি

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ৩০ বছরের কম বয়সী ব্যক্তিদের এই টিকা দিতে অনুৎসাহিত করেছে। হৃৎপিণ্ড-সম্পর্কিত সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় মডার্নার স্পাইকভ্যাস্ক টিকা- এমন তথ্যের ভিত্তিতে তারা এমন কথা বলছে।  এর পরিবর্তে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে তারা।

ফরাসি স্বাস্থ্য খাতের উপদেষ্টা দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল অথরিটি ফর হার্টস (এইচএএস) মনে করে, এটি খুব বিরল একটি ঝুঁকি যা মায়োকার্ডাইটিস নামে একটি হৃদরোগের সাথে সম্পর্কিত। মডার্না ভ্যাকসিনের সাম্প্রতিক তথ্য এবং গত সোমবার প্রকাশিত একটি ফরাসি গবেষণায় এমনটি জানা গেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এইচএএস বলছে, ৩০ বছরের কম বয়সীদের জন্য মডার্নার টিকা গ্রহণ ফাইজারের টিকা নেওয়ার চেয়ে পাঁচগুণ বেশি ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, কানাডা, ফিনল্যান্ড এবং সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশের নিয়ন্ত্রকদের হৃদরোগ সম্পর্কিত সুরক্ষা উদ্বেগের কারণে স্পাইকভ্যাক্সের প্রতি আরও প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার পর প্যারিসে এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক ইএমএ গত মাসে দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত ছয় মাস পরে, ১৮ বছরের বেশি বয়সী সমস্ত বয়সের জন্য মডার্নার বুস্টার ভ্যাকসিন অনুমোদন করেছে। ইএমএ’র মতে, কভিড-১৯ প্রতিরোধে সুবিধা ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss