বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের বিশেষ আয়োজনে অংশ নিতেই তিনি বাংলাদেশ সফর করবেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রতিবেশী দেশটিতে সফরে আসবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের ১৪তম রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের এবারই প্রথম বাংলাদেশ সফর।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত। ওই দিনটিকে স্মরণ করে আগামী ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ‘লোগো এবং ব্যাকড্রপ’ ডিজাইনিং প্রতিযোগিতার আয়োজন করছে।
আগামী ৬ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর যথাক্রমে মৈত্রী দিবস এবং বাংলাদেশের বিজয় দিবসের বিশাল আয়োজন উপলক্ষে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ এবং ভারত। ৬ ডিসেম্বর ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ঘিরে প্রস্তুতি চলছে।
চস/আজহার


