spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাতির আক্রমণে মারা গেলেন হাতি হত্যায় অভিযুক্ত আসামি

কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমণে মারা গেলেন বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যায় অভিযুক্ত আসামি।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি চকরিয়ার জঙ্গল হারবাংয় এলাকায় গেলে হাতির পাল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-উত্তর) মো. আনোয়ার হোসেন সরকার।

নিহত জানে আলম (৩৭) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামশুল আলমের ছেলে। তিনি গত ১৩ নভেম্বর চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় হাতি হত্যার ঘটনায় দায়ের মামলার ২ নম্বর আসামি। অভিযুক্ত হবার দুইসপ্তাহের মাথায় শনিবার সন্ধ্যায় জঙ্গল হারবাং এলাকায় হাতির পায়ের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ডিএফও বলেন, ১৩ নভেম্বর ওই এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে ফেলে হত্যা করা হয় ১৫-১৭ বছর বয়সী একটি পুরুষ হাতিকে। হাতি হত্যার ঘটনায় করা মামলার পাঁচজন আসামির মধ্যে নিহত জানে আলম ২ নম্বর আসামি।

তার নেতৃত্বে সেদিন বন্য হাতিকে বৈদ্যুতিক ফাঁদে ফেলে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণ মিলেছে উল্লেখ করে ডিএফও আরও বলেন, জঙ্গল হারবাং এলাকায় খেতের ফসল রক্ষার জন্য অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্যুতিক তার পুঁতে রেখেছিলেন। খাদ্যের সন্ধানে বন্য হাতির দল ক্ষেতে নামতে গেলে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ১৩ নভেম্বর একটি পুরুষ হাতির মৃত্যু হয়। ময়নাতদন্তে বৈদ্যুতিক ফাঁদে আটকিয়ে হাতি হত্যার প্রমাণ পাওয়া যায়। এরপর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। নিহত জানে আলম ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধেছুয়া পালং রেঞ্জের রেঞ্জার ও হাতি নিয়ে কাজ করা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, হাতি স্বল্প সময়ের জন্য তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। সে অনুযায়ী সগোত্রের কাউকে হত্যার প্রতিশোধও নিতে পারে হাতির পাল। এটিও এমন একটি ঘটনা।

উল্লেখ্য, চলতি নভেম্বরে শেরপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে গুলিতে ও বিদ্যুতায়িত হয়ে এবং অজ্ঞাত কারণে ৮টি হাতি মারা গেছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন হাতিকে মহাবিপদাপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss