spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় দরুদ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা দেড়টায় পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদের আহেলাতুল সুন্নাতুল জামাত (সুন্নি) ও হেফাজতে ইসলাম (ওয়াহাবি) পন্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আলী আকবর, সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), সিয়াম (১৬) এবং নিলুফা বেগম (৪০) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল, জুম্মার নামাজের আজানের আগে মুয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলী এলাকার ইমন মিয়াকে আটক করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss