spot_img

৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাজারে এসেছে দেশে তৈরি শাওমি ফোন

শাওমি বাংলাদেশে তাদের প্রথম স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোন রেডমি ৯এ উন্মোচন করেছে। রেডমি ৯এ ফোনটির উন্মোচনের মাধ্যমে ‘মেক ইন বাংলাদেশ’ সূচনা করল প্রতিষ্ঠানটি। আজ (০৬ ডিসেম্বর) থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি।

রেডমি ৯এ গ্রাহকদের চাহিদাকে ফোকাস করে আনা হয়েছে। যা তাদের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল সক্ষমতা বাড়িয়ে দেবে। কম বাজেটের মধ্যে যারা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ফোনটি আদর্শ ফোন হতে পারে।

রেডমি ৯এ-তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে। ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এর ফলে দীর্ঘ সময় ধরে ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে ফোনটি দিয়ে বিনোদন উপভোগ করা যাবে।

ডিভাইসটিতে আরও আছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি২৫, অক্টাকোরের গেইমিং চিপসেট। এটি সারাদিনের ফোন ব্যবহারের ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা দেবে। এছাড়া এতে স্পোর্টস এআইসম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় খুব দ্রুত, সহজ, আকর্ষণীয় ও স্পষ্ট ছবি তোলা যাবে। ফোনটি পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন ও ব্লু স্কাই এই তিনটি কালার ভ্যারিয়েন্টে। ফোনটির ২ জিবি+৩২ জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম ৮ হাজার ৭৯৯ টাকা, যার আগের দাম ছিল ১০,৪৯৯ টাকা।

গত অক্টোবরে শাওমি তাদের ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের ঘোষণা দেয়। গাজীপুরে অবস্থিত কারখানায় প্রতিবছর অন্তত ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করে দেশের বাজারে স্মার্টফোন আনার দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে শাওমি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss