spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের ওয়েবিনার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ওয়েবিনার আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ)।

বিটিসিএলএফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজহার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও প্রাবন্ধিক আবু আফজাল সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না। সঞ্চালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবেদুর রহমান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত প্রবন্ধ এবং ছড়া প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রবন্ধ বিভাগে যথাক্রমে, রাশেদুজ্জামান রাশেদ, শাকিবুল হাসান, মারুফ মজুমদার বিজয়ী হয়েছেন। ছড়া বিভাগে যথাক্রমে, মেছবাহুল হাসান রানা, শাজাহান কবীর শান্ত, শারমিন খাতুন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এ সংগঠনটি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss