spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৬

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি রেস্তোরাঁয় ক্রিসমাস উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে হামলাকারীসহ নিহত হয়েছেন অন্তত ৬ জন এবং আহত হয়েছেন আরও ১৩ জন।

ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার সন্ধ্যার দিকে যখন এই হামলা হয়, সেসময় রেস্তোরাঁটিতে বড়দিন উদযাপন উৎসব চলছিল। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন।

পুলিশ হামলাকারীকে রেস্তোরাঁ ফটকে বাধা দিলে সেখানেই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। ভেতরে অনুষ্ঠানের জমায়েতে পৌঁছাতে পারেননি তিনি।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি, তবে কঙ্গোর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামের একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। কঙ্গোভিত্তিক এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss