spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত বেড়ে ১৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলায় ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ১ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৩ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। অপর ৩ জনের মধ্যে আনোরায় ২ জন, ১ জন চন্দনাইশ উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেলে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১ জন ও ল্যাব এইডে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৫০ জন। বাকি ২৮ হাজার ৩৬৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss