spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় শনাক্ত আরও ৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামেনতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭১ জন। বাকি ২৮ হাজার ৩৭১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss