চট্টগ্রামের বায়েজীদে আনোয়ারা গার্মেন্টসের ৪ তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আগুন নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, তারা আগুন লাগার খবর পায় ৭টা ৪০মিনিটে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৭টা ৪৫ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা বুঝে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
চস/আজহার


