spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার ১২ দশমিক ৪০ শতাংশ। এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০৭ জন।

বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৪৮ জনের মধ্যে সাতকানিয়ার ৬, বাঁশখালী ২, পটিয়া ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ায় ৫, রাউজানে ৮, ফটিকছড়িতে ৮, হাটহাজারীতে ১২, সীতাকুণ্ডে ২ ও মিরসরাই উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩১ জন, অ্যান্টিজেন টেস্টে ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২১ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৯ জন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ১২৫ জন। বাকি ২৮ হাজার ৫০৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss