spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁশখালীর মেয়র হলেন তোফায়েল

বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন। যদিও নির্বাচন শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মাথায় নির্বাচন বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

রোববার (১৬ জানুয়ারি) ভোট শুরুর পর সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।

এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন পেয়েছেন ১৪ হাজার ৩৪৫ ভোট এবং মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

এ ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩ নম্বর ওয়ার্ডে জামশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক, ৬ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডে প্রণব দাশ ও ৯ নম্বর ওয়ার্ডে বদিউল আলম নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল বিন হোসাইন জয়লাভ করেছেন। নির্বাচনে ভোট পড়েছে ৫৮ দশমিক ২৯ শতাংশ।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss