রাতের নিশিতে আমি কবি!
নিঃসঙ্গ আমি রাতের নিস্তব্ধতা উপভোগ করি,
মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক
আকাশে দেখি তারার খেলা
সবমিলে রাতের নিশিতে জেগে থাকা।
নির্জন রাজ্যে আমি
নিশি নিয়ে লিখি
ভেসে যাই লিখনির রাজ্যে
রাতের নিশিতে প্রকৃতি ঠিকই উপভোগ করি।
অন্ধকার হল সেই রাজ্যের রাণী!
মাঝে মাঝে হঠাৎ পথিক চলে
কৃত্রিম প্রদীপের সাহায্য নিয়ে
অন্ধকারে আলোর অভ্যাগমনে
পথচলার শব্দে
আমার লেখনি ব্যাঘাত করে।
তারপরও আমি রাতের নিশি কাব্য লিখি
কারণ আমি কবি!
রাতের নিশি কাব্য তো আমারই লিখনি।
গাজী মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম কলেজ