spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪০ কোটির সোনার গাউন পরে ঊর্বশী!

ঊর্বশী রৌতেলা মানেই অন্য কিছু। তাঁর স্টাইল, সেন্স কখনও ফ্যাশন পুলিশদের নজর এড়ায় না। শুধু বি-টাউন নয়, আরব মুলুকে তাঁর জনপ্রিয়তা অনেক।

হিন্দুস্তান টাইমসের খবর, নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও বিলাসবহুল জীবনযাত্রার কারণে বরাবরই চর্চায় থাকেন ঊর্বশী রৌতেলা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি গাউন পরা ছবি শেয়ার করেছেন নায়িকা, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনের। ‘আরব ফ্যাশন উইকে’ ওই গাউন পরে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন এই ডিভা।

ঊর্বশী রৌতেলা প্রথম ভারতীয়, যিনি দুবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে ঊর্বশীর গাউন। আরব ফ্যাশন উইকে সোনালি হাই থাই স্লিট গাউন পরেছিলেন ঊর্বশী। হিরে-জহরত দিয়ে বানানো সে গাউনের দাম শুনলে আপনি চমকে যাবেন।

ঊর্বশীর গাউনটি মহারানি ‘ক্লিওপেট্রা’ দ্বারা অনুপ্রাণিত, যার মূল্য ৪০ কোটি রুপি। গাউনটির ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো।

ডিজাইনার বিশেষ গাউনটির নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। এখন লাখো মানুষ ওই পোশাক নিয়ে আলোচনায় মেতেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss