spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য কম্বল নিয়ে হাজির হয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে চান্দগাঁও ও বায়েজিদ এলাকার ছিন্নমূল মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন তারা।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন) মো. সেলিমুর রহমান ও সার্জেন্ট শিমুল মাহমুদসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়নুল আবেদীন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss