spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদিতে ওমরাহ ভিসার জন্য নতুন নির্দেশনা

সৌদি আরব সরকার পবিত্র ওমরাহ এবং ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। দেশটিতে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে করোনার র‌্যাপিড টেস্টের নেগেটিভ সনদ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

করোনা বিধিনিষেধ তুলে নেয়ার পর গত ছয় মাসে সৌদি আরবে ওমরা পালন করেছেন দুই লাখ ৮২ হাজার বিদেশি নাগরিক। আগামী রমজান মাসে এই সংখ্যা আরো কয়েক গুণ বাড়বে বলে আশা সৌদি হজ মন্ত্রণালয়ে।

এমন পরিস্থিতি ওমরাহ ভিসা ও ভ্রমণ ভিসার ক্ষেত্রের নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার। ৭২ ঘণ্টার মধ্যে এত দিন করোনা পরীক্ষার নেগেটিভ সনদ প্রয়োজন হলেও এখন থেকে সৌদি আরবে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট।

করোনা নতুন ধরন ওমিক্রমনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই নতুন নিয়ম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি আরবে এখন পর্যন্ত দুই ডোজের টিকা নিয়েছেন ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার। এখন চলছে বুস্টার ডোজ প্রয়োগ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss