spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুবকের পেট থেকে উদ্ধার এক হাজার ইয়াবা

কক্সবাজার সদরের কলাতলী থেকে ইয়াবাসহ মোহাম্মদ আলী (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। পরে ওই যুবকের পেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আটক মোহাম্মদ আলী উখিয়ার পালংখালীর বাসিন্দা।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার রাতে শহরের কলাতলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব। এ সময় এক যুবককে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করে ওই যুবক। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি ধরা পড়ে। আটক যুবককে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss