spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাশিয়ায় নেটফ্লিক্সের স্ট্রিমিং বন্ধ

জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং ‘নেটফ্লিক্স’ রাশিয়ায় সম্প্রচার বন্ধ করেছে। বিশ্বের বহু মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো দেশেরে পছন্দানুযায়ী ছবি দেখতে পারেন। তবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের জের ধরে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নেটফ্লিক্স তাদের এক বিবৃতিতে জানায়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রাশিয়ায় আমাদের সব ধরনের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

তবে দেশটিতে নেটফ্লিক্স গ্রাহকদের অ্যাকান্টগুলোর কী হবে বা কবে নাগাদ আবারও নেটফ্লিক্স কার্যক্রম শুরু করবে এ নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

জানা গেছে, নেটফ্লিক্সের চারটি রাশিয়ান অরিজিনালের কাজ চলমান ছিল। এর আগে নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া, এবার এলো বিনোদন দুনিয়া থেকে। নেটফ্লিক্সের আগে বড় বড় স্টুডিওগুলো রাশিয়ায় তাদের ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে হালের আলোচিত ‘দ্য ব্যাটম্যান’ দেশটিতে মুক্তি পায়নি।

নেটফ্লিক্স ছাড়াও আরো কয়েকটি জনপ্রিয় সামাজিক মাধ্যম ইতিমধ্যে রাশিয়ায় সরাসরি সম্প্রচার এবং নতুন কন্টেন্ট নিজেদের প্লাটফর্মে আপলোড করা বন্ধ করে দিয়েছে। দেশটির ‘ফেইক নিউজ’ আইনের কথা উল্লেখ করে এই পদক্ষেপ নিয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকও। এর আগে অবশ্য ফেবসবুক এবং টুইটারকে নিজেদের দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে মস্কো। সূত্র : ভ্যারাইটি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss