নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে লরির চাপায় এক অজ্ঞাত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মে) দুপুর পৌনে ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি বলেন, নেভি হাসপাতালের সামনে লরির চাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন আসছেন। আসলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
চস/আজহার


