চন্দনাইশ উপজেলায় ছুরিকাঘাতে আওয়াল (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে চন্দনাইশ পৌরসভার ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে। কিশোর আওয়াল, চন্দনাইশ থানার চৌধুরী পাড়ার বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিরোধের জের ধরে বন্ধুর পক্ষ হয়ে প্রতিপক্ষকে মারধর করতে এসেছিল। এ সময় ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত আছে।
চস/আজহার


