আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।
জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চস/আজহার


