spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বঙ্গবন্ধু বিপিএলে স্পন্সর পায়নি যে ২ দল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে আসরটি।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

গতকাল রোববার প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিয়েছে প্রত্যেকটি দলই। তবে সাতটি দলের মধ্যে পাঁচটি দল স্পন্সর পেলেও বাকি দুটি দল কোনো স্পন্সর পায়নি। স্পন্সর না পাওয়া দল দুটি হলো-রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

রংপুর রেঞ্জার্স : দলটি কোনো স্পন্সর না পেলেও এর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর পরিচালক হিসেবে রয়েছেন আকরাম খান।

কুমিল্লা ওয়ারিয়র্স : এই দলটিও কোনো স্পন্সর পায়নি। এর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিসিবি। তবে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন নাঈমুর রহমান দুর্জয়।

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন : দলটির পরিচালক হিসেবে কাজ করবেন গাজী গোলাম মোর্ত্তজা। আর স্পন্সর হিসেবে রয়েছে যমুনা ব্যাংক।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মোহাম্মদ জালাল ইউনুস রয়েছেন দলটির পরিচালক হিসেবে। আর স্পন্সর করেছে আখতার ফার্নিচার।

রাজশাহী রয়্যালস : এখানে রয়েছেন এনায়েত হোসেন সিরাজ। স্পন্সর করেছে আইপিসি।

সিলেট থান্ডার : পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। স্পন্সর করেছে জিভানি ফুটওয়্যার কোম্পানি।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : দলটিতে খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে রয়েছেন। আর স্পন্সর করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss